
প্রকাশিত: Thu, Jan 18, 2024 12:34 AM আপডেট: Sat, May 10, 2025 12:42 PM
[১]পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৫ [২]ইসলামাবাদের তীব্র নিন্দা [৩]তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব
সাজ্জাদুল ইসলাম: [৪] পাকিস্তানের বেলুচিস্তানে এই হামলায় দুই শিশু নিহত হয়েছে আর আহত হয়েছেন অন্য তিনজন। হামলার পর ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান।
[৫] একইসঙ্গে ইসলামাবাদ ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, এএফপি, এনডিটিভি
[৬] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ‘অবৈধ’ হামলায় দুই শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বিবৃতিতে ওই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে ইসলামাবাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই হামলার ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হতে পারে এবং এটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’।
[৭] বিবৃতিতে অবশ্য কোথায় এ হামলা হয়েছে তা বলা হয়নি, তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) জনবহুল সীমান্ত রয়েছে।
[৮] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানের এই হামলা আরও বেশি উদ্বেগজনক, কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে যোগাযোগের বিভিন্ন চ্যানেল থাকা সত্ত্বেও এই অবৈধ হামলাটি ঘটেছে।’
[৯] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পাকিস্তান সবসময় বলেছে যে, সন্ত্রাসবাদ এই অঞ্চলের সব দেশের জন্য অভিন্ন হুমকি যার জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন। এই ধরনের একতরফা হামলা ভালো প্রতিবেশীমূলক সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দ্বিপাক্ষিক আস্থা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
[১০] ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এই আক্রমণের ঘটনা ঘটল। ইরানের নুরনিউজ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
